Adds

ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে | Train Ticket Booking Online | Railway E Ticket Registration

বর্তমানে আমাদের বাংলাদেশে ট্রেনের শতভাগ টিকিটই অনলাইন থেকে ক্রয় করা যায়। যা খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারে ইনটারনেট সেবার মাধ্যমে ট্রেনের টিকেট সংগ্রহ করতে পারবেন।


ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে | Train Ticket Booking Online | Railway E Ticket Registration | BongoCyber
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে | Train Ticket Booking Online | Railway E Ticket Registration | BongoCyber 


অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম জেনে রাখুনঃ

এই ভিডিওতে আমি দেখিয়েছি, কিভাবে মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে অনলাইন ট্রেন ই-টিকিটের জন্য নিবন্ধন করবেন এবং ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করবেন। অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহের নিয়ম শিখে নিন।

Video Link- https://youtu.be/pXrBaE1JNsE

or tap to paly- 


🚂 রেলওয়ে: নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন 🚂


রেলওয়ে 🚆 সবসময়ই নিরাপদ 🛡️ এবং সাশ্রয়ী 💸 পরিবহন হিসেবে গণ্য করা হয়, তাই দূরপাল্লার ভ্রমণে ট্রেন ব্যবহারে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে, 

অনেক সময় বিভিন্ন স্টেশনে 📍 লম্বা লাইনে দাঁড়িয়েও ⏱️ টিকিট পাওয়া যায় না। বিশেষ করে ঈদ এবং সরকারি ছুটির সময়ে 🎉 টিকিট পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন আপনি সহজেই 🏠 ঘরে বসে মোবাইল 📱 থেকে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে 🌐 অ্যাকাউন্ট খুলে ট্রেনের টিকিট বুকিং করতে পারেন 🎫।


🚀 অনলাইনে টিকিট কেনার প্রক্রিয়া 🎟️


1️⃣ নিবন্ধন: ১২ বছর বা তার বেশি বয়সীদের অনলাইনে নিবন্ধন করতে হবে 📋।


2️⃣ নিবন্ধন পদ্ধতি: কাউন্টার, অনলাইন 🌐 বা মোবাইল অ্যাপ 📲 দিয়ে টিকিট কিনতে চাইলে এসএমএস বা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন ✅।


3️⃣ তথ্য যাচাই: জাতীয় পরিচয়পত্র 🆔, জন্ম নিবন্ধন সনদ 📜 বা পাসপোর্ট 🛂 দিয়ে তথ্য যাচাই করতে হবে 🔍।


4️⃣ এনআইডি প্রয়োজন: অনলাইনে টিকিট কেনার সময় এনআইডি নম্বর বাধ্যতামূলক 🆔।


5️⃣ ভ্রমণের তথ্য প্রদান: কোন স্টেশন থেকে উঠবেন, গন্তব্য 🏙️, ভ্রমণের তারিখ 📅 ও শ্রেণি 🚋 নির্বাচন করতে হবে, পরে সিট বেছে নেওয়া যাবে 🪑।


📹 ভিডিও গাইড 🎥

উপরে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মোবাইল বা কম্পিউটার দিয়ে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে নিবন্ধন 🖥️ করতে হয় এবং ভোটার আইডি দিয়ে যাচাই 🆔 করা যায়। অনলাইনে টিকিট সংগ্রহের নিয়মাবলী শিখে নিন 📚।


📲 বাংলাদেশ রেলওয়ে টিকিট কেনার উপায় 🎫


দুইটি উপায় আছে: অনলাইন ও অফলাইন।


1️⃣ অনলাইনে টিকিট কেনা: ইন্টারনেট সংযোগ 🖥️ প্রয়োজন এবং রেলওয়ে স্টেশনের নাম উল্লেখ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।


2️⃣ অফলাইনে টিকিট কেনা: কাউন্টার বা অফিসে গিয়ে টিকিটের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে নগদ 💵, এটিএম 🏧 বা ক্রেডিট কার্ড 💳 দিয়ে পেমেন্ট করা যাবে।


মোবাইল অ্যাপ 📲: রেলওয়ে সম্প্রতি মোবাইল অ্যাপ চালু করেছে, যা পেমেন্ট এবং টিকিট কেনার সুবিধা দেয়।


📞 যোগাযোগ ও সহায়তা :

ই-টিকিট ওয়েবসাইট বা রেলশেবা অ্যাপ এ কেনা টিকিটে কোনো সমস্যা হলে, ২ ঘণ্টার মধ্যে 🕑 ইমেইল করতে হবে 📧 support@eticket.railway.gov


👇 Please Subscribe Our YouTube Channel 👇


Post a Comment

0 Comments